
Live News & Updates From West Bengal পশ্চিমবঙ্গ থেকে লাইভ খবর ও আপডেট
- ফের বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন শান্তিনিকেতনের, স্থান পেল UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজে
বাংলা হান্ট ডেস্ক: এবার শান্তিনিকেতনের (Santiniketan) মুকুটে যুক্ত হল নয়া পালক। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে শান্তিনিকেতন। অর্থাৎ, সাংস্কৃতিক ঐতিহ্যের নিরিখে এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থান। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছরে রবীন্দ্র জয়ন্তীর পরই কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি এক্স মাধ্যমে জানিয়েছিলেন যে, “গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ভারতের জন্য এবার সুখবর। পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনের নাম ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় লিপিবদ্ধ করতে সুপারিশ করেছে UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের উপদেষ্টা বিভাগ ICOMOS।” এমতাবস্থায়, চলতি মাসেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার কথা ছিল। তারপরেই আজ সামনে এল সেই সুখবর। https://twitter.com/UNESCO/status/1703390201651810324?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet এমতাবস্থায়, রবিবার মাইক্রোব্লগিং সাইট “X”-এই ঘোষণা করে UNESCO। যেখানে বলা হয়,” UNESCO-র বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তালিকায় নয়া সংযোজন: শান্তিনিকেতন। অভিনন্দন ভারতকে”। আরও পড়ুন: বড় পদক্ষেপ রেলের! শহিদ ক্যাপ্টেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বদলে গেল দেশের এই স্টেশনের নাম জানিয়ে রাখি যে, ১৯২১ সালে, ১ হাজার ১৩০ একর জমির উপর প্রতিষ্ঠা হয় শান্তিনিকেতনের। প্রথমে রবীন্দ্রনাথের নামেই নামকরণ হয় এই স্থানের। এদিকে, ১৯২২ সালের মে মাসে বিশ্বভারতী সোসাইটির প্রতিষ্ঠা হয়। এই বিশ্বভারতী সোসাইটিকেই সমস্ত সম্পত্তি দান করেন রবীন্দ্রনাথ। আরও পড়ুন: পুজোর আগেই বড় উপহার, এই দিন চালু হচ্ছে গরিবের বন্দে ভারত! দিনক্ষণ ঘোষণা রেলের প্রসঙ্গত উল্লেখ্য যে, UNESCO-র তরফে মূলত স্মৃতি সৌধ বা স্মৃতিস্তম্ভকেই হেরিটেজ তালিকায় রাখা হলেও এই প্রথম শান্তিনিকেতনের মতো স্থান যুক্ত হচ্ছে বলেও জানা গিয়েছে। এই স্থানেই মুক্ত বাতাসে এবং খোলা আকাশের নীচে শিক্ষাপ্রাপ্তিতে বিশ্বাসী ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজও সেই প্রথা একইভাবে চলে আসছে।
- স্পেন থেকে একের পর এক সুখবর! এবার শিক্ষায় হবে মেলবন্ধন, ‘বিরাট’ পদক্ষেপ মমতা সরকারের
বাংলা হান্ট ডেস্কঃ বড়সড় প্রতিনিধিদল সঙ্গে করে রাজ্যের জন্য বিদেশি লগ্নি টানতে ১২ দিনের স্পেন (Spain) সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বর্তমানে স্পেনেই রয়েছেন তিনি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে একের পর এক বড় বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসছেন মমতা। আর বঙ্গবাসীর জন্য দিচ্ছেন একের পর এক সুখবর। ইতিমধ্যেই ফুটবল সংস্থার সঙ্গে মউ চুক্তি সাক্ষর করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন জারার মতো বস্ত্র প্রস্তুতকারক সংস্থা অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এ রাজ্যে নিজেদের উৎপাদনকেন্দ্র গড়তে চলেছে। ডিসেম্বর মাসের দিকেই নাকি উৎপাদনও শুরু হয়ে যাবে, এমনই যুগান্তকারী সম্ভাবনার কথা জানিয়েছেন মাননীয়া। এসবের মাঝেই এবার বাংলার ছেলে-মেয়েদের শিক্ষার প্রসারে উদ্যোগ মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর আজ মাদ্রিদের আইই বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য সরকারের মুখ্যসচিব এবং শিল্প সচিব। জানা যাচ্ছে, এ রাজ্যের ছেলে-মেয়েদের চাকরির উপযুক্ত করে তুলতে বিশেষ প্রশিক্ষণের ভাবনা-চিন্তা চলছে। যার জেরে প্রশস্ত হবে কর্মসংস্থানের সুযোগ। আরও পড়ুন: বৃষ্টির ঝোড়ো ব্যাটিং! বিশ্বকর্মা পুজো থেকে গণেশ চতুর্থী সবই মাটি, কলকাতা সহ ৭ জেলায় সতর্কতা বাণিজ্যিক শিক্ষায় প্রসিদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রশিক্ষণ ছাড়াও শিক্ষার প্রসারে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর কিভাবে স্পেনের শিক্ষার সঙ্গে বাংলার শিক্ষার যোগসূত্র স্থাপন করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মুখ্যসচিব, শিল্প সচিব স্পেনের গ্লোবাল মার্কেট বিভাগের বিশেষজ্ঞ ইরাজ সুয়টো রডরিগেজ এবং স্নাতক বিভাগের প্রধান এলিজা মেলেনডিজের সঙ্গে বৈঠকে বসেন। নানা বিষয়ে দীর্ঘ আলোচনা চলে। আরও পড়ুন: আবাসন দুর্নীতিতে নুসরত, রূপলেখার পর আরেক বড় অভিনেত্রীর নাম! ED-র হাতে বিস্ফোরক তথ্য শুধু তাই নয়, এ রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষায় আর্থিক সাহায্য করতে আগ্রহী আইই বিশ্ববিদ্যালয়। বাংলার ছাত্রছাত্রীদের গবেষণার কাজে সাহায্য সহ পেশার ক্ষেত্রে প্রশিক্ণের ক্ষেত্রেও এই বিশ্ববিদ্যালয় থেকে সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব, শিল্প সচিব এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা স্পেনের ডিরেক্টর জেনারেল অফ ল্যাঙ্গুয়েজের সঙ্গে আলোচনা করেছেন। এককথায় বাংলার শিক্ষা বিস্তারে এ এক নতুন অধ্যায়ের সূচনা বলা যেতে পারে।
- বৃষ্টির ঝোড়ো ব্যাটিং! বিশ্বকর্মা পুজো থেকে গণেশ চতুর্থী সবই মাটি, কলকাতা সহ ৭ জেলায় সতর্কতা
বাংলা হান্ট ডেস্ক: গত দুদিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি কিছুটা কম থাকলেও কাল থেকে উৎসবের মজা ভেস্তে দিতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার বিশ্বকর্মা পুজোর ও পরদিন গণেশ চতুর্থীতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে ফের শুরু হবে বৃষ্টির তাণ্ডব। নতুন সপ্তাহে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলায়। সোমবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ওই দিন কলকাতা-সহ দক্ষিণের প্রায় সবক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার মঙ্গলবার অর্থাৎ গণেশ চতুর্থীর দিন। বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আরও পড়ুন: এ যেন সায়গল টু! বান্ধবীকে ১২ লাখের গাড়ি, কোটি-কোটির সম্পত্তি, গ্রেফতার বীরভূমের কনস্টেবল এরপর বুধবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে। মঙ্গলবার থেকে টানা তিন দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস। আরও পড়ুন: নজিরবিহীন! কলকাতার পুর অধিবেশনেই TMC-BJP কাউন্সিলরদের তুমুল মারপিট, গালাগালি ওয়েদার অফিস জানাচ্ছে এই মুহূর্তে দিঘা থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। সেই কারণেই স্থলভাগে জলীয় বাষ্প ঢুকছে। উত্তরবঙ্গেও আজ ও কাল ভারী বৃষ্টির না সম্ভাবনা নেই। তবে বিকেল হতেই হঠাৎ দাপিয়ে বৃষ্টি হচ্ছে কোচবিহার জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় আজ হালকা বৃষ্টির পূর্বাভাস। যদিও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি অনেকটা বাড়বে।
- ক্লাসপিছু মিলবে ১০০! বাঁকুড়ার পর অতিথি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কে তপনের কলেজ
বাংলা হান্ট ডেস্কঃ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পর এবার বিতর্কে তপনের কলেজ। দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে (Tapan Nathaniyal Murmu College) অতিথি অধ্যাপক (Guest Lecturer) নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে দানা বেঁধেছে জোর বিতর্ক। রীতিমতো শোরগোল রাজ্য জুড়ে। কী সেই বিজ্ঞপ্তি? অধ্যাপকের বেতন ক্লাস পিছু ১০০ টাকা। অস্থায়ী স্পেশ্যাল লেকচারার নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ আসতেই শোরগোল। প্রসঙ্গত, নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের তরফে ওই বিজ্ঞপ্তি জারি হয়েছে। যাতে বলা হয়েছে বাংলা, এডুকেশন, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এই চারটি বিষয়ের জন্য ১০০ টাকা সাম্মানিকের বিনিময়ে চুক্তিভিত্তিক ৬ জন অধ্যাপক নিয়োগ করা হবে। যদিও শর্ত দিয়ে বলা হয়েছে কোনও অধ্যাপক সপ্তাহে ১৫টির বেশি ক্লাস নিতে পারবেন না। এদিন সকালে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই নোটিসের ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, ” তৃণমূল জামানায় এটাই শিক্ষার দাম। কলেজে ক্লাসপিছু সাম্মানিক একজন দিনমজুরের থেকেও কম। ” https://x.com/DrSukantaBJP/status/1703266068599324896?s=20 আরও পড়ুন: আবাসন দুর্নীতিতে নুসরত, রূপলেখার পর আরেক বড় অভিনেত্রীর নাম! ED-র হাতে বিস্ফোরক তথ্য উল্লেখ্য, গত মার্চ মাসে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের (Bankura University Controversy) অতিথি অধ্যাপক (Guest Lecturer) নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল পড়ে যায়। যেখানে বলা হয়েছিল পদার্থবিদ্যার অস্থায়ী স্পেশ্যাল অধ্যাপকের বেতন ক্লাস পিছু ৩০০ টাকা। সেই সময় ওই বিশ্ববিদ্যালয়ের আরেক বিজ্ঞপ্তি সামনে আসায় বিতর্ক আরও জোড়ালো হয়। কারণ মাসিক ৫ হাজার টাকায় ঝাড়ুদার চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল একই বিশ্ববিদ্যালয়। একজন পিএইচডি ডিগ্রিধারীর মাইনে ঝাড়ুদারের থেকেও কম? এই নিয়েই জোর বিতর্ক। আরও পড়ুন: ‘নারদায় সবাই গ্রেফতার হোক’, ‘কেউ বললেই তো আর ধরবে না’, অভিষেকের পাল্টা সৌগত এই দুই বিজ্ঞপ্তি ঘিরেও চলেছিল জোর রাজনৈতিক তরজা। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার সকলেই এর সমালোচনায় সরব হন। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিতর্ক ফের উস্কে দিল তপনের কলেজ।
- কংগ্রেস একটি, সিপিএম একটি! বাংলায় জোট শরিকদের ২টি আসন ছাড়ার সিদ্ধান্ত তৃণমূলের
বাংলা হান্ট ডেস্ক: আগামী লোকসভা ভোটে (Loksabha Election) পশ্চিমবঙ্গে তৃণমূল-বাম-কংগ্রেস জোট? এমনটাই সম্ভাবনার কথা উঠে আসছে। তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে, কংগ্রেস যদি তৃণমূলের (TMC) হাত ধরে তাহলে তাদের দুটি আসন ছেড়ে দেওয়া হবে কিন্তু তার বেশি নয়। আর সেই দুই আসনের মধ্যে যদি কংগ্রেস (Congress) একটি সিপিএমকে (CPIM) দিতে চায়, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কোনও সমস্যা নেই। উল্লেখ্য, ইন্ডিয়া জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে সমস্ত জায়গায় এর আগে জোট হয়নি সেই রাজ্যে জোটের জন্য তিনটি মানদণ্ড বিরোধী দলগুলির সামনে রাখা হয়েছে। প্রথমত, গতবারের লোকসভার ফল। দ্বিতীয়ত, গতবারের বিধানসভা ভোটের ফল এবং তৃতীয়ত, গতবারের লোকসভা ও বিধানসভা ভোটের ফল সমন্বয় করে দেখা। সেই সঙ্গে ঠিক হয়েছে যে রাজ্যে যারা শক্তিশালী তারাই জোটের ক্ষেত্রে শেষ কথা বলবে। এদিকে তৃণমূলের দাবি, এই তিনটি মানদণ্ডের বিচারে এটাই স্বাভাবিক যে পশ্চিমবঙ্গের (West Bengal) তৃণমূলই আসন রফার ক্ষেত্রে শেষ কথা বলবে। যার ফলে এই তিন মানদণ্ডের বিচারে ভোটে বামেদের ফলের যে হাল তাতে তাদের কোনও আসন ছাড়ার প্রশ্নই উঠছে না। ফলে কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন দিকে যাবে। মূলত বিভিন্ন রাজ্যকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং বিহার। এই রাজ্যগুলিতে জোট আগে থেকেই হয়ে রয়েছে। যার ফলে শুধুমাত্র আলোচনা করে উনিশ-বিশ করলেই সমস্যা সমাধান হয়ে যাবে। দ্বিতীয় ভাগে রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্নাটক, ছত্তীসগড়, হিমাচল প্রদেশ। এখানে কংগ্রেসের আধিপত্য রয়েছে, ফলে কংগ্রেসকেই সামনে রেখে বিরোধীরা ভোটে লড়বে। তৃতীয় ভাগে রয়েছে কেরল। এখানে কংগ্রেস এবং সিপিএম সম্মুখ সমরে লড়াই করে। ফলে এই রাজ্যকে রফার হিসেবের বাইরে রাখা হয়েছে। চতুর্থ ভাগে রয়েছে পঞ্জাব, দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ, গোয়া এবং পশ্চিমবঙ্গ। দিল্লি এবং পাঞ্জাবে আপ এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে কিছুটা টালবহানা চলবে। বাকিগুলি নিয়ে আলোচনা চলছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দল তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, তারা আগামী লোকসভা ভোটে ৩০টি আসন পাবে। তাই দুটি আসনের বেশি তারা বিরোধীপক্ষকে ছাড়তে চায় না। কিন্তু কংগ্রেসের হাইকমান্ড দুটি আসনে সন্তুষ্ট থাকলেও সিপিএম কী করবে এখন সেটাই দেখার। অন্যদিকে, পঞ্চমভাগে থাকা উত্তর-পূর্বের রাজ্যগুলি নিয়ে এখনও আলোচনা হয়নি।
- আবাসন দুর্নীতিতে নুসরত, রূপলেখার পর আরেক বড় অভিনেত্রীর নাম! ED-র হাতে বিস্ফোরক তথ্য
বাংলা হান্ট ডেস্কঃ গতবছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। অন্যদিকে পার্থ ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) টালিগঞ্জ এবং বেলঘরিয়ায় ফ্ল্যাটে হানা দিয়ে টাকার পাহাড় উদ্ধার করে ইডি। এরপরই গ্রেফতার করা হয় অর্পিতাকেও। পার্থর বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, গয়না উদ্ধার হওয়ায় শোরগোল পরে গিয়েছিল গোটা রাজ্যে। ২২ পেরিয়ে ২৩! কেটে গিয়েছে প্রায় একটি বছর। এখনও জেলে ঘানি টেনেই দিন কাটছে পার্থ-অর্পিতার। বারংবার জামিন চেয়েও হয়নি সুরাহা। আর এরই মধ্যে ফের নয়া দুর্নীতিতে উঠে আসছে অর্পিতার নাম। শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এ বার আবাসন কেলেঙ্কারিতেও (Housing Scam) এই অভিনেত্রীর একটি সংস্থার যোগসূত্র মিলেছে বলে দাবি করছেন ইডির অফিসারদের একাংশ। ঠিক কী দাবি তাদের? ওই তদন্তকারী অফিসারদের দাবি অর্পিতার একটি সংস্থার সঙ্গে আবাসন বিক্রি দুর্নীতিতে অভিযুক্ত সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের লেনদেন পাওয়া গিয়েছে। যদিও এই বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ইতিমধ্যেই এই নিয়ে খোঁজ শুরু করেছে ইডি। আরও পড়ুন: মমতার অনুরোধে সাড়া! চালু প্রকল্পেই পরিমার্জন কেন্দ্রের, সিঙ্গুরে সাবওয়ে তৈরীতে বাড়তি ১০০ কোটি সূত্রের খবর, ওই সংস্থা ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় সাড়ে চারশো জন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীর কাছ থেকে টাকা নিয়েছে। আদালতের নির্দেশে এই মামলার তদন্তে নেমেছে ইডি। উল্লেখ্য, ইতিমধ্যেই এই সঙ্গে যোগ মেলায় অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান, অভিনেত্রী রূপলেখা মিত্রের পাশাপাশি বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। যা নিয়ে বর্তমানে শোরগোল। নুসরত সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পদে ছিলেন বলেও দাবি ইডির। আরও পড়ুন: ‘হ্যাপি বার্থডে প্রধানমন্ত্রী’, শুভেচ্ছা জানিয়ে লিখলেন অভিষেক! ছোট্ট করে রিপ্লাইও দিয়ে দিলেন মোদী এরই মধ্যে ওই সংস্থা সম্পর্কে যে নথি মিলেছে সেখান থেকেই অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা অনন্ত টেক্স ফ্যাব নামে একটি সংস্থার যোগসূত্র উঠে আসছে বলে দাবি ইডির। ওই সংস্থার এক ডিরেক্টরের সঙ্গে আর্থিক লেনদেনের তথ্যও গোয়েন্দাডের হাতে এসেছে। সেই সূত্র ধরেই বর্তমানে চলছে তদন্ত।
- মমতার অনুরোধে সাড়া! চালু প্রকল্পেই পরিমার্জন কেন্দ্রের, সিঙ্গুরে সাবওয়ে তৈরীতে বাড়তি ১০০ কোটি
বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুরোধে সাড়া কেন্দ্রের (Central Government)। পালসিট থেকে ডানকুনি পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হচ্ছে। কেন্দ্রের ‘ভারতমালা’ প্রকল্পের আওতায় সেই চালু প্রকল্পের মাঝপথেই কিছু সংশোধনের জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই আর্জিতে সায় দিল মোদী সরকার। বর্ধমানের পালশিট থেকে হুগলির ডানকুনি পর্যন্ত ৬ লেনের রাস্তা সম্প্রসারিত হচ্ছে। সেই ৬ লেনের রাস্তাটির প্রাথমিক নকশাকে ঘিরে আপত্তি শুরু হয়। জানা যায় প্রথমে ওই পথে সাবওয়ে করার কোনও পরিকল্পনা ছিল না। তবে স্থানীয় তৃণমূল নেতা তথা মন্ত্রী বেচারাম মান্না ওই এলাকায় ওভারব্রিজের দাবি তুলে সরব হয়েছিলেন। এরপর ২০২১ সালের নভেম্বর মাসে এই নিয়ে কেন্দ্রকে অনুরোধ জানান মুখ্যমন্ত্রীও। এরপর গত অগাস্ট মাসে মুখ্যমন্ত্রীর সুপারিশের উল্লেখ করেই প্রস্তাবগুলি মানার কথা লিখিত ভাবে রাজ্যকে জানায় এনএইচএআই। ওই রাস্তার নির্মাণকাজ করছে আদানি গোষ্ঠী। সিঙ্গুর এলাকায় এই ধরনের পরিমার্জন বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ এই সিঙ্গুরের (Singur) মাটি থেকেই মমতা অধ্যায়ের সোনালি সূত্রপাত। আরও পড়ুন: ‘হ্যাপি বার্থডে প্রধানমন্ত্রী’, শুভেচ্ছা জানিয়ে লিখলেন অভিষেক! ছোট্ট করে রিপ্লাইও দিয়ে দিলেন মোদী জানা গিয়েছে এই প্রকল্পটি পরিমার্জন করতে প্রায় ১০০ কোটি টাকার বাড়তি খরচ হতে পারে। আসলে সিঙ্গুরের মতো এলাকায় ছয় লেনের রাস্তা তৈরি হলে রাস্তা পারাপারের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন সাধারন মানুষ। এই অসুবিধার কথা জানিয়েই রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায়ও কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়িকে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিতিতেই হয়েছে কাজ। আরও পড়ুন: এ যেন সায়গল টু! বান্ধবীকে ১২ লাখের গাড়ি, কোটি-কোটির সম্পত্তি, গ্রেফতার বীরভূমের কনস্টেবল কেন্দ্র যে রাজ্যের দাবি মঞ্জুর করেছে সেই বিষয়ে শীলমোহর দিয়ে বেচারাম মান্না বলেন, “ওই এলাকায় পথ দুর্ঘটনা ঘটতেই থাকে। দুর্ঘটনায় কৃষকমৃত্যুও ঘটেছে। অতিরিক্ত যা খরচ হবে তা কেন্দ্র সরকার বহন করবে। প্রাথমিক ভাবে তারা ৪০ কোটি টাকা মঞ্জুরও করেছে।”
- ‘হ্যাপি বার্থডে প্রধানমন্ত্রী’, শুভেচ্ছা জানিয়ে লিখলেন অভিষেক! ছোট্ট করে রিপ্লাইও দিয়ে দিলেন মোদী
বাংলা হান্ট ডেস্কঃ আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ৭৩ তম জন্মদিন (Birthday)। সকাল থেকেই নেমেছে শুভেচ্ছাবার্তার ঢল। রাষ্ট্রনেতা থেকে শুরু দলের নেতা-মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি নমোকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলের নেতারাও। বিরোধী মহাজোট INDIA প্রতিনিয়ত মোদীকে সিংহাসনচ্যুত করতে নিত্যনতুন রণকৌশল তৈরী করছে। তবে আজকের দিন ব্যতিক্রম। ইন্ডিয়া জোটের নেতারাও ঢেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। নরেন্দ্র মোদীকে নিজের এক্স হ্যান্ডল থেকে টুইট মারফত জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মোদী বিরোধী জোটের শক্তিশালী মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত বারের মত এবারেও নমোকে হ্যাপি বার্থডে জানিয়েছেন তৃণমূল সাংসদ। আরও পড়ুন: এ যেন সায়গল টু! বান্ধবীকে ১২ লাখের গাড়ি, কোটি-কোটির সম্পত্তি, গ্রেফতার বীরভূমের কনস্টেবল রবিবার সকাল ১০টা ২৬ মিনিটে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক এক্স হ্যান্ডলে মোদীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘সম্মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই।’’ আরও পড়ুন: ২০২৩ টেট নিয়ে বড়সড় আপডেট দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ! জানালেন গৌতম পাল এদিকে মোদী রিপ্লাই ও দিয়েছেন অভিষেককে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডল থেকে প্রতিক্রিয়া জানিয়ে লেখা হয়েছে, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ” Warmest birthday greetings to the Hon’ble PM @narendramodi Ji. — Abhishek Banerjee (@abhishekaitc) September 17, 2023 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ সকলেই মোদীর জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। ওদিকে বিরোধী শিবির থেকে শুধু অভিষেকই অবশ্য নন, মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কং নেতা রাহুল গান্ধী, আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল, এনসিপি প্রধান শরদ পওয়ার, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ অনেকেই। যদিও এখনও মোদীকে শুভেচ্ছা জানাননি মমতা-সোনিয়া দুজনের কেউই।
- রবিবাসরীয় সকালে কলকাতায় বোমাতঙ্ক! হরিদেবপুরে ভ্যাট পরিষ্কার করতে গিয়ে উদ্ধার ‘বোমা’!
বাংলা হান্ট ডেস্ক: ছুটির দিনে খাস কলকাতায় (Kolkata) ফের বোমাতঙ্ক। রবিবার সাতসকালে বোমা মিলল হরিদেবপুরে (Haridevpur)। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ওই বস্তুটিকে উদ্ধার করে জলের বালতিতে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডে (Bomb Disposal Squad)। জানা গিয়েছে, রবিবার সকালে হরিদেবপুরের ব্যানার্জি পাড়ার বকুলতলা মোড়ে প্রতিদিনের মতো এদিনেও ঝাঁট দিতে আসেন। তখনই ভ্যাটের মধ্যে কিছু জড়ানো বস্তু দেখতে পান পুরসভার সাফাই কর্মীরা। এরপর দেখা যায় ব্যাটারি ও তারযুক্ত বস্তু রয়েছে। যা দেখে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। ভয় পেয়ে যান তাঁরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় হরিদেবপুর থানায় (Haridevpur Police Station)। খবর পেয়ে পুলিশ এসে ওই বস্তুটিকে উদ্ধার করে জলের বালতিতে রেখেছে। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে। পুলিশ প্রাথমিকভাবে বস্তুটিকে বম্ব বলেই মনে করছে। তবে ওই সন্দেহজনক বস্তুটি সবচেয়ে আদৌ কী, তা বম্ব স্কোয়াডই নিশ্চিত করবে। আপাতত ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বম্ব স্কোয়াড কাজ শুরু করেছে। উল্লেখ্য, যে স্থানে বোমাটি মিলেছে সেই জায়গা এমজি রোড (M.G Road) সংলগ্ন এলাকা। প্রচুর মানুষ ওই জায়গা থেকে যাতায়াত করেন। স্বাভাবিকভাবেই যদি কোনও বোমা বিস্ফোরণ হত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেই হরিদেবপুর থেকে বোমা উদ্ধার করেছিল পুলিশ। ফের একই ঘটনা। ছুটির দিনের সকালে এই ঘটনায় তীব্র আতঙ্কে ওই এলাকার বাসিন্দারা। খাস কলকাতায় এত বোমা কোথা থেকে আসছে তা নিয়ে পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়ছে।
- এ যেন সায়গল টু! বান্ধবীকে ১২ লাখের গাড়ি, কোটি-কোটির সম্পত্তি, গ্রেফতার বীরভূমের কনস্টেবল
বাংলা হান্ট ডেস্কঃ বীরভূম (Birbhum) বললেই মনে পড়ে অনুব্রত মণ্ডলের কথা। গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দি কেষ্ট। সম্প্রতি তার বাজেয়াপ্ত করা কোটি কোটি টাকার সম্পত্তির হিসাব আদালতে দিয়েছেন তদন্তকারীরা। আর এবার ফের এই বীরভূম থেকেই খোঁজ মিলল কোটিপতি কনস্টেবলের (Constable)। কনস্টেবলের চাকরি করে কী পরিমাণ বেতন পাওয়া যায় সেই ধারণা মোটামুটি সকলেরই রয়েছে। তবে এই কনস্টেবলের সম্পত্তির খতিয়ান দেখে ভিরমি খাচ্ছেন খোদ পুলিশকর্মীরাই। রামপুরহাট থানায় কর্মরত কনস্টেবল মনোজিৎ বাগীশের সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনারও। ইতিমধ্যেই আয় বর্হিভূত সম্পত্তির (Huge Asset’s) অভিযোগে কনস্টেবল বাগীশেকে গ্রেফতার (Arrest) করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। গতকাল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা বীরভূমে এসে গ্রেফতার করে তাকে। পুলিশের হাতে খোদ পুলিশের গ্রেফতারির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। আরও পড়ুন: ঘোর বিপাকে পার্থের অর্পিতা! এবার আরেক দুর্নীতিতেও উঠে এল নাম, ফাঁস করল ED সূত্রের খবর, মনোজিৎ নিজের বান্ধবীকে ১১ লাখ ৭৫ হাজার টাকা দামের গাড়ি উপহার হিসেবে দিয়েছেন। প্রায় ১০ লাখ টাকার জীবন বিমান রয়েছে তার। রয়েছে ১২টি ফিক্সড ডিপোজিট। সবমিলিয়ে যার মূল্য প্রায় ৭৬ লাখ টাকা। বারুইপুরে নিজের জন্মস্থানে রয়েছে পেল্লায় বাড়ি। এছাড়াও সামান্য কনস্টেবলের চাকরি করা মনোজিতের নামে একাধিক জমি, বাড়ি ও ফ্ল্যাট থাকতে পারে বলে অনুমান পুলিশের। আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোতে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? মন খারাপ করা খবর দিল হাওয়া অফিস স্থানীয় সূত্রে দাবি, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে আচমকাই মনোজিতের সম্পত্তি বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই সম্পত্তি, টাকার মূল উৎস কী তাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আদালত ২২ সেপ্টেম্বর পর্যন্ত অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ওদিকে এই কনস্টেবলের গ্রেফতারির পরই উঠে আসছে অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের কথা। মনোজিতের মতোই সামান্য কনস্টেবল থেকে তার কোটি কোটির সম্পত্তির খোঁজ মেলার ঘটনা শোরগোল ফেলেছিল গোটা রাজ্যে। বর্তমানে গরু পাচার মামলায় অনুব্রত- সুকন্যার পাশাপাশি তিহাড়েই বন্দি রয়েছে সায়গল।
- ঘোর বিপাকে পার্থের অর্পিতা! এবার আরেক দুর্নীতিতেও উঠে এল নাম, ফাঁস করল ED
বাংলা হান্ট ডেস্কঃ গতবছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। অন্যদিকে পার্থ ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) টালিগঞ্জ এবং বেলঘরিয়ায় ফ্ল্যাটে হানা দিয়ে টাকার পাহাড় উদ্ধার করে ইডি। এরপরই গ্রেফতার করা হয় অর্পিতাকেও। পার্থর বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, গয়না উদ্ধার হওয়ায় শোরগোল পরে গিয়েছিল গোটা রাজ্যে। ২২ পেরিয়ে ২৩! কেটে গিয়েছে প্রায় একটি বছর। এখনও জেলে ঘানি টেনেই দিন কাটছে পার্থ-অর্পিতার। বারংবার জামিন চেয়েও হয়নি সুরাহা। আর এরই মধ্যে ফের নয়া দুর্নীতিতে উঠে আসছে অর্পিতার নাম। শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এ বার আবাসন কেলেঙ্কারিতেও (Housing Scam) এই অভিনেত্রীর একটি সংস্থার যোগসূত্র মিলেছে বলে দাবি করছেন ইডির অফিসারদের একাংশ। ঠিক কী দাবি তাদের? ওই তদন্তকারী অফিসারদের দাবি অর্পিতার একটি সংস্থার সঙ্গে আবাসন বিক্রি দুর্নীতিতে অভিযুক্ত সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের লেনদেন পাওয়া গিয়েছে। যদিও এই বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ইতিমধ্যেই এই নিয়ে খোঁজ শুরু করেছে ইডি। আরও পড়ুন: ‘আমাকে চোর, মমতাকে চোর, অভিষেককে চোর..’, পুর অধিবেশনে মারামারি নিয়ে যা বললেন ফিরহাদ সূত্রের খবর, ওই সংস্থা ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় সাড়ে চারশো জন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীর কাছ থেকে টাকা নিয়েছে। আদালতের নির্দেশে এই মামলার তদন্তে নেমেছে ইডি। উল্লেখ্য, ইতিমধ্যেই এই সঙ্গে যোগ মেলায় অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান, অভিনেত্রী রূপলেখা মিত্রের পাশাপাশি বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। যা নিয়ে বর্তমানে শোরগোল। নুসরত সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পদে ছিলেন বলেও দাবি ইডির। আরও পড়ুন: ২০২৩ টেট নিয়ে বড়সড় আপডেট দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ! জানালেন গৌতম পাল এরই মধ্যে ওই সংস্থা সম্পর্কে যে নথি মিলেছে সেখান থেকেই অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা অনন্ত টেক্স ফ্যাব নামে একটি সংস্থার যোগসূত্র উঠে আসছে বলে দাবি ইডির। ওই সংস্থার এক ডিরেক্টরের সঙ্গে আর্থিক লেনদেনের তথ্যও গোয়েন্দাডের হাতে এসেছে। সেই সূত্র ধরেই বর্তমানে চলছে তদন্ত।
- ‘আমাকে চোর, মমতাকে চোর, অভিষেককে চোর..’, পুর অধিবেশনে মারামারি নিয়ে যা বললেন ফিরহাদ
বাংলা হান্ট ডেস্কঃ শনিবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) অধিবেশন কক্ষেই তুমুল মারামারিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপির (TMC-BJP) কাউন্সিলরগণ। সেই মারামারি থামাতে গিয়ে অবস্থা কাহিল হয় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। যদিও পরে তৃণমূল-বিজেপির হাতাহাতির ঘটনায় নিজের দলের কাউন্সিলরের পাশে দাঁড়ান মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার অধিবেশনে ওই ঘটনার পর শনিবার সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ। সেখানে তিনি বলেন, “আত্মসম্মানে আঘাত লাগলে মাথা ঠাণ্ডা রাখা সম্ভব নয়।” বিজেপি কাউন্সিলরেরা মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলে অসম্মান করেছেন বলেও তোপ দাগেন তিনি। “আমাকে চোর, নেত্রীকে চোর, অভিষেককে চোর সবাইকে চোর বানানো হয়েছে। কেন কী এমন অন্যায় করেছি? কোনটা প্রমাণিত হয়েছে?” প্রশ্ন ফিরহাদের। মেয়র আরও বলেন, ‘শাসকদলকেই বিরোধীদের ভূমিকা পালন করতে হয়। শহরে কোথায় কোন সমস্যা রয়েছে কোথায় জল নেই, রাস্তা মেরামত দরকার সেই সমস্ত আমাদের কাউন্সিলররাই বলছে। বিরোধীদের একটাই কাজ, শুধু মিডিয়ায় শিরোনামে থাকা। আরও পড়ুন: হলিডে তালিকায় রবিবার, তবে ক্যালেন্ডারে সোমবার! সোমবার কী ছুটি থাকছে রাজ্যে? ফিরহাদের দাবি, বিজেপি কাউন্সিলররা তৃণমূলের নেতানেত্রীদের প্রমাণ ছাড়াই চোর বলে তাদের সামাজিক সম্মানহানি করছে। প্রধানমন্ত্রীর প্রসঙ্গ তুলে মেয়রের দাবি, “আমরা মেহুল চোকসি, বিজয় মাল্য বা নীরব মোদীর সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে তারা কখনই ‘মোদী চোর’ বলি না, কারণ আমরা সব পদকে সম্মান দিতে জানি,”। তবে গতকালের ঘটনার তীব্র বিরোধীতাও করেন মেয়র। কী ঘটেছিল? শনিবার পুরসভার মাসিক অধিবেশন ছিল। সেখানেই শাসক-বিরোধীর মারামারিতে শোরগোল পড়ে যায়। এদিন প্রথমে ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষের (Sajal Ghosh) সঙ্গে মারামারি শুরুর হয় ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসুর। আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোতে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? মন খারাপ করা খবর দিল হাওয়া অফিস অধিবেশনে পুরসভার চেয়ারপার্সন মালা বলেন, “বিরোধীদের প্রশ্ন কোথায়?” এরপর মেয়র ফিরহাদ হাকিম বিরোধী বেঞ্চের দিকে উদ্দেশ্য করে বলেন, “এখন বিরোধীরা প্রশ্নই করেন না। তাই আমাদের কাউন্সিলরদেরই প্রশ্ন করতে হয়।” একথা শোনা মাত্র ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল বলেন, “বিরোধীরা প্রশ্ন করলেও উত্তর দেওয়া হয় না।” তবে চেয়ারপার্সন তাকে আশ্বাস দিয়ে বলেন, প্রশ্ন করলে উত্তর দেওয়া হবে। মেয়র সজল ঘোষকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আপনি প্রশ্ন জমা দিন, আমরা আপনাদের সব প্রশ্নের জবাব দেব।’’ এরপর পাল্টা সজল ফের বলেন, ‘‘টেন্ডার দুর্নীতি নিয়ে আমি বিগত অধিবেশনে প্রস্তাব জমা দিয়েছিলাম। সেই প্রশ্নের জবাব দেওয়া হয়নি। আসল কথা হল পুরসভা পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, তারাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।’’ এর পরই নাকি হই হট্টগোল শুরু করেন শাসকদলের কাউন্সিলরেরা। সজল ঘোষের কাছের আসনে বসে ছিলেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু। এরপর সজল ঘোষের দিকে এগিয়ে যান তিনি। তর্কাতর্কি থেকে হাতাহাতি। বিজেপির অভিযোগ, হঠাৎই সজলকে ধাক্কা দেন অসীম। তাকে বাঁচাতে এগিয়ে আসে বিজেপির বিজয় ওঝা। সামনা-সামনি চলে আসেন তৃণমূল কাউন্সিলররাও। বিজেপির আরও অভিযোগ, হাতাহাতি চলাকালীন তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে নাকি সজল ঘোষকে ঘাড়ে চেপে ধরেন। ধুন্ধুমার বেঁধে যায়। ক্ষুব্ধ হয়ে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান চেয়ারপার্সন মালা রায়। পরে অবশ্য পুর-সদস্যদের অনুরোধে তিনি ফিরে আসেন। কাউন্সিলরদের উদ্দেশে চেয়ারপার্সন বলেন, ‘‘এটা মারামারি করার জায়গায় নয়। এমন কাজ করতে চাইলে হয় নরদান পার্কে যান, নয় লেবুতলা পার্কে যান।’ ওদিকে সজলের উপর আক্রমণ করা হয়েছে, এই অভিযোগ তুলে অধিবেশন বয়কট করেন গেরুয়া কাউন্সিলরেরা। ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করে পাল্টা অসীম বলেন, সজলই গালিগালাজ করে সভাকে উত্তেজিত করার চেষ্টা করেছেন। অধিবেশন কক্ষের মধ্যেই এইরকম মারামারির ঘটনা নিয়ে সজল এবং অসীম দুই কাউন্সিলরের কাছেই জবাব তলব করেছেন পুর চেয়ারপার্সন মালা। অন্যথায় কড়া পদক্ষেপ গ্রহণেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। কলকাতা পুরসভার ইতিহাসে এই ঘটনা যে একেবারেই নজিরবিহীন তেমনটাই মত পুরসভার আধিকারিকদের একাংশের।
- ২০২৩ টেট নিয়ে বড়সড় আপডেট দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ! জানালেন গৌতম পাল
বাংলাহান্ট ডেস্ক: নিয়োগ দুর্নীতির জট এখনও খোলেনি। নিয়োগের দাবিতে হাজার হাজার চাকরিপ্রার্থী রাস্তায় নেমেছে, আদালতে চলছে একাধিক মামলা। তবে এরই মধ্যে খানিক স্বস্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে গত বছরের মত এবারও ডিসেম্বর মাসেই আয়োজিত হতে চলেছে প্রাথমিকের টেট (Primary TET Exam)। ইতিমধ্যেই, প্রাথমিক শিক্ষা পর্ষদের গৌতম পাল দিনক্ষণ ঘোষণা করেছেন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবছর টেটে বসার জন্য কিছু পরীক্ষার্থী-এর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বছর থেকে নিয়মে এসেছে পরিবর্তন। কোন প্রার্থীরা প্রাথমিকের নিয়োগে অংশ নিতে পারবেন না সাংবাদিক বৈঠকে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। কিছুদিন আগে নিয়োগ সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় প্রাথমিক (Primary) স্কুলে শিক্ষকতা করতে হলে শিক্ষক-শিক্ষিকাদের D.El.Ed বা D.Ed ডিগ্রি থাকতেই হবে। অর্থাৎ কারও যদি বিএড ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্তরা প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাথমিকে আবেদন করতে পারবে না। এমনটাই নির্দেশ ছিল সর্বোচ্চ আদালতের। আরও পড়ুন: হলিডে তালিকায় রবিবার, তবে ক্যালেন্ডারে সোমবার! সোমবার কী ছুটি থাকছে রাজ্যে? যদি কোনও চাকরিপ্রার্থীর B.Ed এবং D.El.Ed বা D.Ed উভয় প্রশিক্ষণই নিয়ে থাকেন তবে প্রাথমিকে অবশ্যই চাকরি করতে পারবেন। সেই নির্দেশ মেনেই বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা এবার থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগে অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে পর্ষদ। আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোতে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? মন খারাপ করা খবর দিল হাওয়া অফিস কেবল মাত্র ডি.এল.এড-সহ প্রাথমিক শিক্ষক হওয়ার অন্য প্রশিক্ষণ নেওয়া প্রার্থীরা, পাশাপাশি ডি.এল.এড প্রশিক্ষণরত প্রার্থীরাও নিয়োগে অংশ নিতে পারবেন। পর্ষদ জানিয়েছে গতবারের টেটে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা এ বছর নতুন করে ফর্ম ফিল আপ করে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
- রান্নাপুজোয় ইলিশের আকাল! বাজারে দাম শুনলে চমকে যাবেন
বাংলা হান্ট ডেস্ক: বাঙালির ঘরে ঘরে চলছে রান্নাপুজোর প্রস্তুতি। রবিবার রাত জেগে হবে রান্না। সেটাই পরদিন খাওয়া হবে, এই রীতি মেনেই এই পুজো হয়ে থাকে। আর এই পুজোরই এক বিশেষ উপকরণ ইলিশ মাছ। রান্নাপুজো ইলিশ মাছ (Hilsa Fish) ছাড়া ভাবাই যায় না। কিন্তু এবছর রান্নাপুজোয় ইলিশ মাছের আকাল। রবির সকালেও বাজারে তেমন দেখা নেই ইলিশ মাছের। আর যাও রয়েছে, তা মধ্যবিত্ত বাঙালির হাতের নাগালের বাইরে। শনিবার দুর্যোগের কারণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি ছিল। যেই কারণে ইলিশ শিকার না করেই ফিরতে হয়েছে মৎস্যজীবীদের (Fisherman)। আর সেই কারণেই ইলিশ মাছের আকাল গোটা রাজ্যজুড়ে (West Bengal)। ঘাটে ঘাটে যে ট্রলার ফিরেছে সেগুলির বেশিরভাগই ইলিশ শূন্য। যার ফলে ইলিশের দাম আকাশছোঁয়া। চড়া দামের পাঁকে পড়ে নমো নমো করেই নিয়ম রক্ষার জন্য অল্প করেই মাছ কিনতে হচ্ছে আমজনতাকে। এই নিয়ে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি বলেন, ‘দুর্যোগের কারণে সমুদ্র এখন উত্তাল। দুর্ঘটনা এড়াতে সরকারি নির্দেশ মেনে বৃহস্পতিবার রাতেই ইলিশ শূন্য ট্রলারগুলি নিয়ে ফিরেছেন মৎস্যজীবীরা। স্বাভাবিকভাবেই প্রতিবছরের মতো এ বছরও রান্নাপুজোয় টাটকা ইলিশের ব্যাপক চাহিদা ছিল। কিন্তু প্রকৃতির এই খামখেয়ালিপনার জন্য মৎস্যজীবীরা সমুদ্র থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন, যার ফলে ইলিশের জোগান এ বছর একেবারেই নেই। যার জেরে তাদের মাথায় হাত পড়েছে। প্রচুর আর্থিক ক্ষতির (Loss) মুখোমুখি হয়েছেন ক্ষুদ্র ও পাইকারী মাছ বিক্রেতারা। এদিকে টাটকা ইলিশ না পেয়ে হিমঘরে থাকা মাছ নিয়েই নিয়মরক্ষা করতে হচ্ছে আমজনতাকে। তাও সেই মাছের দামও চড়া। ছোট ইলিশের দামও ৭০০-৭৫০ টাকা কেজি। এক কেজি ওজনের ইলিশের দর দাঁড়িয়েছে ১৫০০-২০০০ টাকা। যার জেরে পকেটে ব্যাপক টান আম-বাঙালির। ফলে নিয়মরক্ষা করতে অল্প করেই ইলিশ মাছ কিনছেন তারা।
- হলিডে তালিকায় রবিবার, তবে ক্যালেন্ডারে সোমবার! সোমবার কী ছুটি থাকছে রাজ্যে?
বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এ রাজ্যে প্রায় বেশিরভাগ পূজা, অনুষ্ঠান, বিশেষ জন্মদিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়ে থাকে। তাই কোনও পূজা, অনুষ্ঠান বা জন্মদিন থাকে সরকারি কর্মচারী তথা রাজ্যের মানুষের মনে এই ছুটি নিয়ে একটা প্রশ্ন থাকে। একই ভাবে সোমবার বিশ্বকর্মা পূজা (Vishwakarma Puja) উপলক্ষে ছুটি নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে কি সোমবার ছুটি (holiday) থাকবে? সরকারের ছুটির তালিকায় আছে রবিবার, অন্যদিকে ক্যালেন্ডারে সোমবার। ছুটির তালিকায় ১৭ সেপ্টেম্বর অর্থাৎ আজ রবিবার বিশ্বকর্মা পূজা দেখানো হলেও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সোমবার বিশ্বকর্মা পূজা। রবিবার তো ছুটির দিন। তাহলে কী সোমবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে ছুটি থাকছে? এই রবিবার ও সোমবার নিয়েই তরজা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত ২০২৩ সালের ছুটির তালিকা অনুযায়ী বিশ্বকর্মা পূজা ১৭ সেপ্টেম্বর, রবিবার দেখানো হয়েছে। আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোতে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? মন খারাপ করা খবর দিল হাওয়া অফিস যদিও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তার পরের দিন অর্থাৎ সোমবার ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হতে চলেছে। তাই এই বিষয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তবে আগামীকাল কোনও ছুটি থাকছে না। আরও পড়ুন: ‘লাল দিয়ে যেটা দাগ সেটা দেখুন…জগিং করতে স্পেনে গিয়েছেন মমতা’, শুভেন্দুর তুমুল খোঁচা ছুটি থাকছে না এর কারণ সার্বিক ভাবে কোনও নির্দেশ দেওয়া হয়নি। কিছু কিছু জেলায় এই নিয়ে নোটিস দিলেও নবান্ন তরফে কোনও নোটিশ দেও হয়নি। ফলে সোমবার ছুটি হচ্ছে না। অর্থাৎ ১৮ই সেপ্টেম্বর সোমবার ছুটি থাকছে না ।
- বিশ্বকর্মা পুজোতে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? মন খারাপ করা খবর দিল হাওয়া অফিস
বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন গোটা দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চললেও গতকাল শান্তই ছিল আবহাওয়া। যদিও গরম ছিল অস্বস্তিকর। আজও সেই ধারাই বজায় থাকবে বলে খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গর একাধিক জেলায় হালকা বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বিক্ষিপ্তভাবে খানিক বৃষ্টি হতে পারে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কম এ রাজ্যে (West Bengal)। তবে তাপমাত্রা বাড়বে। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে সোমবার থেকে ফের শুরু হবে বৃষ্টির তাণ্ডব। নতুন সপ্তাহে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলায়। সোমবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আরও পড়ুন: TET পিছু ২৫ কোটি টাকা লাভ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ! তথ্য সহ হিসাব দেখালেন শুভেন্দু, শোরগোল এরপর বুধবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে। মঙ্গলবার থেকে টানা তিন দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস। আরও পড়ুন:ঠিক কবে মিলবে বকেয়া DA? অবশেষে বড় আপডেট দিয়ে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উত্তরবঙ্গেও আজ ও কাল ভারী বৃষ্টির না সম্ভাবনা একেবারেই নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস। যদিও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়বে বৃষ্টি।
- বারবার তলবের পর জারি হয়েছিল হুলিয়া! এবার CBI-র চাপে চরম পদক্ষেপ তৃণমূল নেতার
বাংলাহান্ট ডেস্ক : আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ–সভাপতি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা আবু তাহের। ভোট পরবর্তী হিংসার মামলায় অভিযুক্ত ছিলেন এই তৃণমূল নেতা। আবু তাহের হলদিয়া আদালতে শনিবার আত্মসমর্পণ করেন। ক্রমাগত সিবিআই এর পক্ষ থেকে নোটিশ পাঠানো হচ্ছিল তাকে। এর ফলে চাপ বাড়ছিল এই তৃণমূল নেতার উপর। অবশেষে আজ আদালতে আত্মসমর্পণ করলেন ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত এই তৃণমূল নেতা। ২০২১ এর নির্বাচন থেকে সম্প্রতি ঘটে যাওয়া পঞ্চায়েত ভোট, একাধিকবার ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়েছে পশ্চিমবঙ্গ। সেই মামলাগুলিতে বারবার নাম জড়িয়েছে তৃণমূল নেতা আবু তাহেরের। তৃণমূল নেতার আত্মসমর্পণের পর জেলা জুড়ে শুরু হয়েছে জোর তর্ক-বিতর্ক। আরোও পড়ুন : কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, ব্ল্যাকমেইল! ‘তৃণমূল করি বলেই অপবাদ”, দাবি অভিযুক্তের স্ত্রীর দেবব্রত মাইতি হত্যা মামলা–সহ একুশের বিধানসভা নির্বাচনের একাধিক মামলায় নাম জড়িয়েছে এই তৃণমূল নেতার। যদিও তার অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তার নাম জড়ানো হয়েছে এই মামলাগুলির সাথে। সিবিআই এর পক্ষ থেকে হুলিয়া জারি করা হয় আবু তাহেরের বিরুদ্ধে। আবু তাহের এমন অবস্থায় শনিবার আত্মসমর্পণ করতে গেলেন হলদিয়া আদালতে। আরোও পড়ুন : অবশেষে কপাল খুলল সরকারি কর্মীদের, বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার! পুজোর আগেই সুখবর বিভিন্ন সুত্র মারফত জানা গেছে, তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ–সভাপতি আবু তাহেরের বেশ কিছুদিন ধরেই খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর হঠাৎ আজ তিনি আত্মসমর্পণ করেন হলদিয়া আদালতে। এই আবহাওয়ায় অনেকের মনেই প্রশ্ন করতে শুরু করেছে, তাহলে কি বড় কিছুর আশঙ্কা থেকে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন আবু তাহের? এদিকে, আবু তাহের আত্মসমর্পণ করতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরে। শাসক দলকে একহাত নিচ্ছে বিরোধী শিবিরও। সম্প্রতি ব্যাংকের তরফ থেকে তার বিরুদ্ধে ঋণ শোধ না করার অভিযোগও ওঠে। পাশাপাশি ছিল বারবার নন্দীগ্রাম উত্তপ্ত করার অভিযোগ। এই অবস্থায় তৃণমূলের এই নেতার বিরুদ্ধে বিচারক কী ব্যবস্থা নেন এখন সেই দিকেই তাকিয়ে সবাই।
- কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, ব্ল্যাকমেইল! ‘তৃণমূল করি বলেই অপবাদ”, দাবি অভিযুক্তের স্ত্রীর
বাংলাহান্ট ডেস্ক : রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ, তারপর তার নগ্ন ছবি ক্যামেরাবন্দি করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) মন্দিরবাজার এলাকা উত্তপ্ত হল এমনই অভিযোগে। নির্যাতিতা জানিয়েছেন অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে থানায় জানানো হলেও পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অন্যদিকে অভিযুক্তর পরিবার দাবি করছে এই ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্যাতিতা জানিয়েছেন, তিনি গত বৃহস্পতিবার সকালে ব্যাংকে গিয়েছিলেন। তারপর সেখান থেকে তিনি দেখা করতে যান তার প্রেমিকের সাথে। সেখান থেকে দুই যুবক তাকে জোর করে ধরে নিয়ে যায় সেকেন্দারপুর মোড়ের একটি ঘরে। সেখানে তার ওপর চলে শারীরিক অত্যাচার। আরোও পড়ুন : অবশেষে কপাল খুলল সরকারি কর্মীদের, বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার! পুজোর আগেই সুখবর এরপর নির্যাতিতার নগ্ন ছবি ক্যামেরাবন্দি করে অভিযুক্তরা হুমকি দেয় যদি এই ঘটনা নির্যাতিতা অন্য কাউকে জানিয়েছেন তাহলে সমাজ মাধ্যমে তার নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হবে। এমনকি ব্ল্যাকমেইল করে টাকাও আদায় করা হয় নির্যাতিতার কাছ থেকে। মন্দির বাজার থানায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় বৃহস্পতিবার রাতে। নির্যাতিতার পরিবারের কথায়, থানায় লিখিত অভিযোগ জানানো হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। এই ঘটনায় এক অভিযুক্তর স্ত্রীর বক্তব্য, যেহেতু তার স্বামী তৃণমূল করেন তাই ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে। আইএসএফ কর্মী সমর্থক নির্যাতিতার পরিবার। তাই এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে।
- অবশেষে কপাল খুলল সরকারি কর্মীদের, বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার! পুজোর আগেই সুখবর
বাংলাহান্ট ডেস্ক : নবান্নের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে সরকারি কর্মচারীদের পদোন্নতির বিষয়টি নিয়ে দেখভাল করার জন্য। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এই কমিটির কথা জানানো হয়েছে। জানা গেছে এই কমিটিতে থাকবেন ১০ জন প্রতিনিধি। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এই কমিটির চেয়ারপার্সন করা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই কমিটির সহ-সভাপতি। কমিটিতে এই দুই মন্ত্রী ছাড়া বাকি আট জন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক। কর্মী বিনিয়োগ ও প্রশাসনিক, অর্থ এবং পূর্ত দফতরের প্রধান সচিবদের রাখা হয়েছে এই কমিটিতে। এছাড়াও এই কমিটিতে সামিল করানো হয়েছে সরকারি কর্মচারী ইউনিয়নের তিন জন প্রতিনিধিকেও। আরোও পড়ুন : ক্রিকেট ছেড়ে ব্যবসায়! আগে থেকেই দুটি কারখানা রয়েছে সৌরভের, জানেন কোথায় আছে? আগামী ৬ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতির বিষয় পর্যালোচনা করে নবান্নর কাছে সুপারিশ করবে এই কমিটি। সেই ভিত্তিতে রাজ্য সরকার পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেবে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই কমিটিতে নির্দেশকের ভূমিকা পালন করার কথা বলা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করেন মূলত তিনটি স্তরে। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা কাজ করে থাকেন সচিবালয়, ডিরেক্টরেট এবং আঞ্চলিক অফিসে। সচিবালয়ে কর্মরত কর্মীদের পদোন্নতির সুযোগ থাকে সবথেকে বেশি। কিন্তু সরকারের কাজের যারা প্রাণভোমরা সেই আঞ্চলিক অফিসের কর্মীদের কাজ করতে হয় সব থেকে বেশি, অথচ সুযোগ-সুবিধা থাকে কম। আরোও পড়ুন : এবার আরও দামি হল জ্বালানি! কততে বিকোচ্ছে পেট্রোল,ডিজেল? কিনতে কালঘাম ছুটবে আমজনতার কর্মচারীরা এই সংক্রান্ত অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মী ইউনিয়ন মারফত সরকারের কাছে পাঠাচ্ছিলেন। নবান্ন এবার সেই প্রেক্ষিতে ঠিক করতে চলেছে সরকারি কর্মচারীদের পদোন্নতির সঠিক নীতি। উল্লেখ্য, এই কমিটি মূলত ৭টি বিষয় পর্যালোচনা করবে। আঞ্চলিক স্তরের সরকারি অফিসের কর্মীদের পদোন্নতি সংক্রান্ত বিষয়গুলিও পর্যালোচনা হবে। তবে রাজ্যের এই কমিটি গঠন নিয়ে খুশির হওয়া সরকারি কর্মচারীদের মনে। তাদের বক্তব্য, কেবল সচিবালয়ে কাজ করলে পদোন্নতি হবে, আর ডিরেক্টরেটে কাজ করলে মিলবে না সুযোগ সুবিধা, এটি সম্পূর্ণ বিমাতৃসুলভ আচরণ। দেরিতে হলেও সরকার যে এই ব্যাপারে ভাবনা-চিন্তা শুরু করেছে তাতেই খুশির হাওয়া কর্মচারীদের মনে।
- হকার-আরপিএফের তুমুল সংঘর্ষ! ধুন্ধুমার পরিস্থিতি হাওড়া স্টেশনে, ব্যাহত রেল পরিষেবা
বাংলাহান্ট ডেস্ক : হকার ও আরপিএফ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শনিবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া স্টেশনের (Howrah) ৫ নম্বর প্লাটফর্ম। রীতিমতো খন্ডযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয় হকার ও আরপিএফের মধ্যে। এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হকারদের বসতে দেওয়া হচ্ছেনা হাওড়া স্টেশনে। এই অভিযোগে আজ উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া স্টেশন। উচ্ছেদের প্রতিবাদ করতে আজ দুপুরে হাওড়া স্টেশনে জড়ো হন বিভিন্ন জায়গার হকাররা। বিক্ষোভ কর্মসূচি ছিল তাদের। জানা গেছে, প্রতিবাদরত হকাররা আজ দুপুরে পাঁচ নম্বর প্লাটফর্মের কাছে ফুড প্লাজার সামনে প্রতীকী অবস্থানে বসেন। তাদের মালপত্র নিয়ে তারা সেখানে অবস্থান শুরু করেন। আরোও পড়ুন : ক্রিকেট ছেড়ে ব্যবসায়! আগে থেকেই দুটি কারখানা রয়েছে সৌরভের, জানেন কোথায় আছে? বিক্ষোভকারীরা হাতে ধরেছিলেন তাদের সংগঠনের প্ল্যাকার্ড। এই বিক্ষোভ হটাতে এরপরে এসে উপস্থিত হয় পুলিশ। শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। জানা গেছে প্রথমে পুলিশের পক্ষ থেকে হকারদের উঠে যেতে বলা হয় সেখান থেকে। কিন্তু হকাররা তাদের অবস্থানে অনর ছিলেন। এরপর দুপক্ষের মধ্যে শুরু হয় ঝামেলা। রেল পুলিশের সাথে চরম ধস্তাধস্তি শুরু হয় হকারদের। এরপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। তারপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গোটা স্টেশন চত্বর জুড়ে দেখা যায় চরম বিশৃঙ্খলা। এই ঘটনার যেরে আতঙ্কিত হয়ে পড়েন স্টেশনে উপস্থিত যাত্রীরা। এই ঘটনার ফলে বাতিল হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। ট্রেন বাতিল হওয়ায় ফের একবার ভোগান্তির মুখে সাধারণ যাত্রীরা।
24X7 লাইভ নিউজ টিভি/ওয়েব পোর্টাল/লাইভ অ্যাপ/ডেইলি ই নিউজ পেপার বহুজাতিক এবং বহুভাষিক লাইভ নিউজ এবং সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক থেকে জাতীয় সংবাদ, রাজনৈতিক থেকে সামাজিক, প্রযুক্তিগত ও ব্যবসায়িক, ক্রীড়া সংবাদ, স্থানীয় থেকে বিশ্বব্যাপী নিরপেক্ষ সংবাদ কভারেজ। আমাদের সাথে আপডেট থাকুন 24X7 লাইভ নিউজ টিভি! নিরপেক্ষ, বুদ্ধিজীবী, আন্তর্জাতিক, আইওবি নিউজ নেটওয়ার্ক আপডেট থাকুন